বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০:৩০

মোহাম্মদ আমিরকে বে'দ'ম পেটালো চট্টগ্রামের ব্যাটসম্যানরা

মোহাম্মদ আমিরকে বে'দ'ম পেটালো চট্টগ্রামের ব্যাটসম্যানরা

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বিপিএল শুরু করলেও আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংটা সুবিধার হলো না চট্টগ্রাম চ্যা'লে'ঞ্জা'র্সের। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আরও নির্দিষ্ট করে বললে কেউই ত্রিশের ঘর স্পর্শ করতে পারেননি!

সর্বোচ্চ ২৯ রান করেছেন মিডল অর্ডারে নামা মুক্তার আলী। অন্যদিকে বে'দ'ম মা'র খেয়েছেন উইকেটশূ'ন্য থাকা পেসার মোহাম্মদ আমির। এরপরেও সাদামাটা ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৪৪ রান।

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল মুশফিকুর রহিমের দল খুলনা টা'ইগা'র্স। সিদ্ধান্তটা যে সঠিক ছিল তার প্রমাণ দেন বোলাররা। যদিও ৪৫ রানের ওপেনিং জুটি গড়ে ভিন্ন কিছুর ই'ঙ্গি'ত দিয়েছিল চট্টগ্রাম। কিন্তু এরপর থেকেই নিয়মিত উইকেট হা'র'তে থাকে তারা। 

শফিউল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে সিমন্স ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ রান করেন। আরেক ওপেনার কেসরিক ওয়ালটন করেন ১৮ বলে ১৮ রান। গতকালের 'হিরো' ইমরুল কায়েস আজ ফিরেন ১২ রানে।

অল-রাউন্ডার নাসির হোসেন আজও ব্য'র্থ। ২৪ রান করে আমিনুল ইসলামের বলে ক'ট অ্যান্ড বো'ল্ড হয়ে যান। উইকেটকিপার ব্যাটসম্যন নুরুল হাসান করেন ১৯ রান। শেষের দিকে মুক্তার আলী ১৪ বলে ৪ ছক্কায় অপরাজিত ২৯ রানের ইনিংস না খেললে চট্টগ্রামের স্কোর এত বড় হতো না। 

এটাই তাদের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ। রায়াদ এমরিত আ'উ'ট হন ১ রানে। রুবেল হোসেন ১ বাউন্ডারিতে ৬ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪৪ রান। উইকেটগুলো সবাই ভাগ করে নিয়েছেন। আমির ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে