শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০১:০৫:৫০

শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মেসিকে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই: হার্নান ক্রেসপো

শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মেসিকে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই: হার্নান ক্রেসপো

স্পোর্টস ডেস্ক : ফুটবল সম্রাট পেলে, ফুটবলের রাজপুত্র মারাদোনার সঙ্গে একইসারিতে স্থান লিওনেল মেসির। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই। এমনটাই মত আর্জেন্তিনার তিনবারের বিশ্বকাপার হার্নান ক্রেসপোর।

টিএসকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কলকাতায় পা রেখে একদা সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের চতুর্থ সর্বোচ্চ গোলস্কোরারের। সাবেক চেলসি তারকার কথায়, 'সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য মেসির বিশ্বকাপের প্রয়োজন নেই। ইতিহাস ঘাঁটলে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে আমার মাথায় পাঁচজন ফুটবলারেরই নাম আসে- পেলে, ডি স্তেফানো, জোহান ক্রুয়েফ, দিয়েগো মারাদোনা এবং তারপরের স্থানটাই মেসির।'

তবে ২০২২ কাতার বিশ্বকাপে মেসির অপেক্ষার অবসান হবে বলে মনে করেও ক্রেসপো বলছেন কাজটা ভীষণই কঠিন। আশাবাদী ক্রেসপো বলেছেন, 'এটা আমাদের স্বপ্ন যে ২০২২ মেসি বিশ্বকাপ জিতবেন। তবে কাজটা খুব কঠিন। নিশ্চিত মেসি ফের চেষ্টা করবেন।' 

তার আগে কলম্বিয়ার সঙ্গে যুগ্ম আয়োজক হিসেবে আর্জেন্তিনার কোপা আমেরিকা জয়ের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন দেশের জার্সি গায়ে চতুর্থ সর্বোচ্চ ৩৫ গোলের মালিক। ৪৪ বছরের সাবেক জাতীয় দলের তারকা যদিও গোলমুখে ক্ষিপ্রতার প্যারামিটারে এগিয়ে রেখেছেন একদা সতীর্থ গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। যদিও মেসি এবং মারাদোনাকে 'ভিন্ন গ্রহের' বলেই উল্লেখ করেছেন ক্লাব ফুটবলে ৪৫৩ ম্যাচে ১৯৮ গোলের মালিক।

ব্যালন ডি'অরের প্রসঙ্গ উঠতেই ক্রেসপো বলেন কোনওদিনই আমি ব্যালন ডি'অরের পিছনে ছুটিনি। কারণ, প্রাক্তন আর্জেন্তাইন তারকার কথায় ব্যালন ডি'অর 'ব্যক্তিগত ট্রফি'। কেরিয়ারে কখনও লাল কার্ড না দেখা ক্রেসপোর কথায়, 'ফুটবল একটা টিম গেম। তাই আমার মনে হয় না এমন ট্রফি জেতা কেরিয়ারে গুরুত্বপূর্ণ।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে