শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৭:৪৪

বিপিএলের ইতিহাসের সেরা রেকর্ড গড়লেন থিসারা পেরেরা!

বিপিএলের ইতিহাসের সেরা রেকর্ড গড়লেন থিসারা পেরেরা!

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ইতিহাসের সেরা রেকর্ড গড়লেন থিসারা পেরেরা! বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে তারকা খচিত দল ঢাকা প্লাটুন। তামিম ইকবালের ঝড়ো ইনিংস, থিসারা পেরেরার অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় তুলে নিয়েছে ঢাকা প্লাটুন। শুক্রবার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে তারা হারিয়েছে ২০ রানে।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নামা কুমিল্লা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সর্বনাশ ডেকেছে নিজেদের। কিছু কার্যকরী ইনিংস থাকলেও তা লম্বা না হওয়াতে কক্ষপথে থাকতে পারেনি কুমিল্লা। শুরুতে আগ্রাসী হওয়া ওপেনার রাজাপক্ষেকে বোল্ড করে যার শুরুটা করেন মাশরাফি।

সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলা মালানকে বিদায় দেন ওয়াহাব। বল হাতে থিসারা পেরেরা ছিলেন আরও বেশি ধারালো। লেজের দিকে ত্রাস ছড়াতে পারেন এমন ব্যাটসম্যানদের একাই সাজঘরে ফিরিয়েছেন। ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। কুমিল্লা ৯ উইকেট হারিয়ে থামে ১৬০ রানে। 

বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুইবার পাঁচ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুনস অলরাউন্ডার থিসারা পেরেরা। গতকাল শুক্রবার বিপিএলের ষষ্ঠ ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান তিনি।

এদিন কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মারকুটে সাব্বির রহমান এবং কুমিল্লার আগের ম্যাচের জয়ের নায়ক অধিনায়ক দাসুন শানাকাকে ক্যাচ আউটে পরিণত করেন থিসারা। জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। তবে তা পূরণ করতে পারেননি।

এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে তিনি আউট করেন মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলাম নয়নকে। শেষের দুই উইকেটও পরপর দুই বলে নেন তিনি।

এর আগের আসরে কুমিল্লার বিপক্ষেই পাঁচ উইকেট নিয়েছিল পেরেরা। ২০১৫ সালে রংপুরের জার্সি গায়ে সে ম্যাচে ২৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। আর গতকাল শুক্রবার আরো একবার পাঁচ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে বিপিএলে এ রেকর্ড গড়েন পেরেরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে