শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:১১:৫৫

বিসিবির অ'স্বা'স্থ্যকর খাবার খেয়ে ২৫ সাংবাদিক অ'সুস্থ!

বিসিবির অ'স্বা'স্থ্যকর খাবার খেয়ে ২৫ সাংবাদিক অ'সুস্থ!

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএল কাভার করতে গিয়ে মা'রা'ত্ম'ক পরি'স্থি'তির মুখোমুখি হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। বিসিবির সরবরাহকৃত খাবার খেয়ে অ'সু'স্থ হয়ে পড়েছেন অন্তত ২৫ সাংবাদিক। এর মাঝে একজন তরুণ ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার দীপায়ন (২৭) গতকাল মৃ'ত্যুব'র'ণ করেছেন। 

তার মৃ'ত্যুর কারণ হিসেবে হার্ট অ্যা'টা'ক ধারণা করা হলেও মৃ'ত্যুর আগে তিনি পেটের পী'ড়া'য় ভূ'গ'ছিলেন! বিপিএলের প্রথম দিন থেকে সাংবাদিকদের জন্য খাবার সরবরাহ করে আসছে 'সেভেনহিল রেস্টুরেন্ট'। যা খেয়ে প্রতিদিনই অ'সু'স্থ হয়ে পড়ছেন প্রেসবক্সে আসা ক্রীড়া সাংবাদিকরা।

দেশের শীর্ষ একটি অনলাইন সংবাদপত্রের ক্রীড়া সাংবাদিক বলেন, 'সাংবাদিকদের জন্য বরাদ্দ খাবার আসে সকালে। দুপুর হতে হতে এগুলো ঠাণ্ডা হয়ে ন'ষ্ট হয়ে যায়। সেইসঙ্গে তৈ'লা'ক্ত খাবার সহজে হ'জ'ম হয় না। প্রথম দিন থেকেই সাংবাদিকরা একে একে অ'সু'স্থ হয়ে পড়ছেন। গতকাল শুক্রবার দুপুরের খাবার ও সন্ধ্যার নাস্তা খেয়ে বাসায় ফেরার পর রাতে অন্তত ২৫ জনের ব'মি ও পাতলা পায়খানা হতে থাকে। এই ২৫ জনের মধ্যে ছিলেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক অর্ণব মজুমদার দীপায়ন। তার মৃ'ত্যুর পেছনে এই খাবারের দা'য় আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।' 

মিরপুর শের-ই-বাংলায় আজই বিপিএলের প্রথম পর্বের শেষ খেলা। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। পুনরায় ঢাকায় ফিরবে ২৭ ডিসেম্বর। এরই মধ্যে অভিযোগ পেয়ে সেভেন হিল রেস্টুরেন্টের খাবার ব'ন্ধ করে দিয়েছে বিসিবি। এই বদল আসলে কতটা কার্যকর হয় তা দেখা যাবে বিপিএল ফেরার পর। 

উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপে বিসিবির সরবরাহ করা খাবার খেয়ে বি'ষক্রি'য়ায় আ'ক্রা'ন্ত হন ৮১ জনের মতো র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য। তাদের মধ্যে ৫ জনকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সূত্র : কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে