রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫:৪০

ক্রিকেটাররা চাইলে পাকিস্তানে যাবে, না গেলে নয় : পাপন

ক্রিকেটাররা চাইলে পাকিস্তানে যাবে, না গেলে নয় : পাপন

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতে পাকিস্তান সফর নিয়ে এখনো ধোঁ'য়া'শা কাটেনি। সফর হবে কি হবে না, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে কিনা সবকিছুই এখনো অ'নি'শ্চি'ত। 

সরকার থেকে যাওয়ার অনুমতি পাওয়ার পরই কেবল সফর নিয়ে ভাববে বিসিবি। তবে ক্রিকেটারদের এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেটারদের পাকিস্তানে যেতে জোর করা হবে না। যাওয়া-না যাওয়ার ব্যাপারটি খেলোয়াড়দের ওপরই নির্ভর করবে।

পাপন বলেছেন, 'আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে ছাড়পত্র পাব কি না, জানতে চেয়ে আবেদন করেছিলাম। এর আগে মেয়েদের জাতীয় দল গেছে, ওরা খেলে এসেছে। ছেলেদের জাতীয় দলের জন্য ছাড়পত্র এখনও আমরা পাইনি। যদি নি'রা'প'ত্তার ব্যাপারে জি'জ্ঞে'স করেন, সেটা অ'নূ'র্ধ্ব-১২ হোক বা জাতীয় দল হোক, নি'রাপ'ত্তা নি'রাপ'ত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি, স'ম্ভা'ব'না রয়েছে আমরা নি'রাপ'ত্তা ছাড়পত্র পেয়ে যাব।'

সরকারের সবুজ সং'কে'ত পেলে সফর নিয়ে কাজ শুরু করবে বিসিবি। দল গোছানোর সময় জ'ঙ্গি আ'ক্রা'ন্ত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খোলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে