রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৪:০৫

তামিম-সৌম্য নয় আইপিএলে ডাক পেলেন ১৪ বছর বয়সী বিস্ময় বালক!

তামিম-সৌম্য নয় আইপিএলে ডাক পেলেন ১৪ বছর বয়সী বিস্ময় বালক!

স্পোর্টস ডেস্ক: তামিম-সৌম্য নয় আইপিএলে ডাক পেলেন ১৪ বছর বয়সী বিস্ময় বালক! ক্রিকেট দুনিয়ার সবথেকে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের আগে নিবন্ধন করেও বাদ পড়েছেন বাংলাদেশের ৪ জন তারকা ক্রিকেটার। অথচ মাত্র ১৫ বছর বয়সী আফগান তরুণকে ডাকছে আইপিএল।

২০০৫ সালের ৩ জানুয়ারি কাবুলে জন্ম নুর আহমেদের। ১৪ বছর ৩৪৪ দিন বয়সী আফগান এই চায়নাম্যান বোলার গত মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচে মাত্র ৯ উইকেট শি'কার করেই আইপিএল নিলামে সুযোগ পাচ্ছেন।

আইপিএলে প্রতিবেশী বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে উপেক্ষিত, সেখানে রাজত্ব করছেন আফগান ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাইরা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ১৫ বছর বয়সী নুর আহমেদ। এই স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আগামী বছরের আইপিএলের নিলাম। প্রাথমিকভাবে ৯৭১ জন ক্রিকেটারের নাম থাকলেও পরবর্তীতে চূড়ান্তভাবে ৩৩২জন খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে।

আইপিএল নিলামে নিবন্ধন করা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলার তাসকিন আহমেদ।

এদিকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন। নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

আইপিএলে অনভিজ্ঞ মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছে ৭৫ লাখ আর সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৫০ লাখ ভারতীয় রুপি।

আসন্ন ২০২০ সালের আইপিএল নিলামে সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে ২ কোটি। দুই কোটি বেস্ট প্রাইজে রয়েছেন ৭ জন ক্রিকেটার। নিলামে সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটারদের মধ্যে এক থেকে পাঁচ নম্বর পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে