রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:১৬:০৪

ওয়েস্ট ইন্ডিসকে সহজ টার্গেট দিলো ভারত

ওয়েস্ট ইন্ডিসকে সহজ টার্গেট দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তার এই সিদ্ধান্তে অবাকই হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাট করতে চেয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বিপক্ষের উপরে চা'প বাড়ানোই লক্ষ্য থাকে ভারতের। রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কোহলিদেরই ইচ্ছাপূরণ ঘটালেন পোলার্ড। 

টসের পরে কোহালি ধারাভাষ্যকার মুরলী কার্তিক জানিয়েছেন, পোলার্ডের সিদ্ধান্ত তাকে অবাকই করেছে। ব্যাট করতে নেমে শুরু থেকে শট খেলতে স'ম'স্যায় পড়ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল খুব সহজে ব্যাটে আসছে না। কটরেলের বলে মাত্র ৬ রান করে ফিরে যান লোকেশ রাহুল। বিরাট কোহলিকেও (৪) বোল্ড করলেন কটরেল। শুরুতেই চা'পে পড়ে গিয়েছে ভারত।

রোহিত শর্মাও (৩৬) নিজের ছন্দে ছিলেন না। কোহলি ও রাহুল আউট হওয়ার পরে স'ত'র্ক হয়ে ব্যাট করছিলেন 'হিটম্যান'। সেট হওয়ার পরে আ'উ'ট হন রোহিত। এরপর শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্থ বড় ইনিংস গড়ার সুযোগ পেয়েছেন। সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রেয়াস ৭০ রান ও ঋষভ ৭১ রান করে যান।

এরপর কেদার যাদবের ৪০ রান ও রবীন্দ্র জাদেজার ২১ রান ভারতকে আরও এগিয়ে দেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ২৮৮ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে যেতে হলে ওয়েস্ট ইন্ডিসকে করতে হবে ২৮৯ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে