রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২:৫৮

হিতমার-হোপের ব্যাটিং নৈপুণ্যে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

হিতমার-হোপের ব্যাটিং নৈপুণ্যে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে সিমরন হিতমার ও শাই হোপের ব্যাটিং তা'ণ্ড'ব। এই দুই ক্যারিবীয় ব্যাটসম্যানদের ঝ'ড়ো ব্যাটিংয়ে ভারতকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠেই প্রথম ওয়ানডেতে পরাজয়ের মুখ দেখতে হলো বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটির।

চেন্নাইয়ে ভারতের করা ২৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে চা'পে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান শাই হোপ ও সিমরন হিতমার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ২১৮ রানের রেকর্ড জুটি।

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুটির নবম ডাবল সেঞ্চুরি করেন হিতমার ও শাই হোপ। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৭২ রানের জুটি রেকর্ড গড়েছিলেন।

রোববার চেন্নােইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ১০৬ বল খেলে ১১টি চার ও দৃষ্টি নন্দন ৭টি ছক্কায় ১৩৯ করে সাজঘরে ফেরেন হিতমার। ১৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাই হোপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে