বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০১:০২:১১

আমি অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই: পাপন

আমি অবশ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই: পাপন

স্পোর্টস ডেস্ক : নিরাপ'ত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যেতেই চায়নি বাংলাদেশ। কিন্তু আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর) অনুসারে সফর নির্ধারিত হওয়ায় উপায় না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ সীমিত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে রাজি হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমাদের পরিস্থিতি বুঝতে পারায় আমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই।

বিসিবি সভাপতি আরও বলেছেন, অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি। আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) মেনে পাকিস্তান সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আর একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এপ্রিল এই তিন মাসে তিনবার পাকিস্তান সফরে গিয়ে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ, ফেব্রুয়ারিতে ১ম টেস্ট এবং এপ্রিলে একটি ওয়ানডে ও ২য় টেস্ট খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেছেন, আমি সন্তুষ্ট যে, আমরা একটি ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। দুই দেশের সিরিজ নিয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমরা খুশি। এ জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে