বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩৭:৩৯

আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা, দেখে নিন টেস্ট ও ওয়ানডে একাদশ

আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা, দেখে নিন টেস্ট ও ওয়ানডে একাদশ

স্পোর্টস ডেস্ক : আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হাতে উঠেছে রোহিত শর্মার। গত বছর ওয়ানডেতে রানের নিরিখে বিরাট কোহলিকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয় দলের হিটম্যান। তবে সেরা অধিনায়ক হিসেবে আইসিসির পছন্দ কোহলিকেই। বুধবারই ২০১৯-এর বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর দুই দলেই নেতা হিসেবেই রয়েছেন কোহলি।

বর্ষসেরা টেস্ট দলে কোহলির সঙ্গে জায়গা করে নিয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল। পাঁচদিনের ক্রিকেটে সুযোগ পেয়েই অজিবাহিনীর বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যে তারকা। ৩০০ রানের নজির গড়া ক্রিকেটার ওপেনার হিসেবে জুটি বাঁধছেন টম লাথামের সঙ্গে। টেস্ট দলে রয়েছেন: মায়াঙ্ক আগরওয়াল, টম লাথাম, মার্নাস লাবুশ্যান, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াল্টিং (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেইল ওয়াঙ্গার, নাথান লিওঁ।

ওয়ানডে দলে কোহলির পাশাপাশি সুযোগ পেয়েছেন আরও তিন ভারতীয়। ওপেনার রোহিত এবং দুই বোলার শামি ও কুলদীপ যাদব। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবেই টেস্ট ও একদিনের বর্ষসেরা দলে ঠাঁই হয়নি জশপ্রীত বুমরাহর। আইসিসির বাছাই করা বর্ষসেরা একাদশে রয়েছেন, রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জোস বাটলার (উইকেটকিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে