বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ০৪:১০:২৩

ধোনি যুগের অবসান, বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ বিশ্বকাপজয়ী অধিনায়ক!

ধোনি যুগের অবসান, বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ বিশ্বকাপজয়ী অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক : বসে বসে বেতন আর নয়। মহেন্দ্র সিং ধোনিকে হয়তো এমনটাই বার্তা দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০১৯-২০ মরশুমের জন্য ক্রিকেটারদের যে নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে, তাতে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ- এই তিনজন ক্রিকেটারকেই শুধুমাত্র সর্বোচ্চ এ+ বিভাগে রাখা হয়েছে ।

যদিও বলা হয়েছে, এই চুক্তি শুধুমাত্র অক্টোবর ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত। তারপর আবার নতুন চুক্তি হবে। তবে এই চুক্তির আওতায় বাদ পড়াটা 'ক্যাপ্টেন কুল'-এর জন্য মোটেই সুখের খবর নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের পর দীর্ঘদিন মাঠের বাইরে ধোনি। ফের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাকে। এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ধোনিকে দেখা যাবে কী না। সেটাই এখন বড় প্রশ্ন।

তার অবসর নিয়ে প্রতিদিন জল্পনা বাড়ছে। ক্রিকেটে কবে ফিরবেন, তা নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপের পরে ধোনিকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। মহাতারকা নিজে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন। কবে ফিরবেন, জাতীয় দলের জার্সিতে তা নিয়ে সংশয় প্রত্যেকেরই। এর মধ্যেই খবর, ক্রিকেটে ফিরছেন ধোনি। তবে জাতীয় দলের জার্সিতে নয়, চ্যারিটি ম্যাচে অংশ নিতে তাকে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়া ডিসেম্বর থেকে বিপ'র্য'স্ত দাবানলে। মানুষ তো বটেই, বহু পশু-প্রাণী আ'গুনে দ'গ্ধ হয়ে গিয়েছে। ক্ষ'তিগ্র'স্থ গোটা অস্ট্রেলিয়া। দাবানলে ক্ষ'তিগ্র'স্থদের সাহায্য করার উদ্দেশ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, অলস্টার ক্রিকেট ম্যাচ খেলা হবে। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে বিগ ব্য়াশ লিগের ফাইনালে চূড়ান্ত লড়া'ইয়ের আগে দুনিয়ার তাবড় তাবড় ক্রিকেটারদের দেখা যাবে ক্রিকেট ম্যাচে অংশ নিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে