শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:১০:১৮

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস!

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ জানুয়ারি ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে আসবে বাংলাদেশে টি-টোয়েন্টি দল। এরপর টেস্ট ম্যাচ খেলতে আবারো পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

এদিকে আগামী শনিবারের মধ্যেই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বিপিএলের শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন বিপিএলের যারা ভালো করবেন তারাই সুযোগ পেতে পারে পাকিস্তান সফরে।

এবারের বিপিএলে চমৎকার পারফরমেন্স করেছেন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি সিনিয়র ক্রিকেটার রা ব্যাট এবং বল হাতে জ্ব'লে উঠেছে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমাদের সুযোগ পেতে পারেন ইমরুল কায়েস এবং রুবেল হোসেন। এছাড়াও গুঞ্জন উঠেছে দেখে যেতে পারে ঢাকা প্লাটুনের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য
টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে