শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩২:২৯

বাংলাদেশে আমরা অনেক ভালোবাসা ও সম্মান পাই: আফ্রিদি

বাংলাদেশে আমরা অনেক ভালোবাসা ও সম্মান পাই: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: অনেক জলপনা কল্পনা শেষে অবশেষে পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার শাহীদ আফ্রিদি।

আফ্রিদির মত পাকিস্তানিদের কাছে যা রীতিমত বড় ধরনের সুখবর। তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে আসছে, এটা দারুণ খবর। এতদিন ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’

আফ্রিদি বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছে, বিপিএলেও গেল। আমরা সেখানে অনেক ভালোবাসা ও সম্মান পাই। বাংলাদেশের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে আরও উন্নতি ঘটবে।’

বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করে তিনি বলেন, ‘উপমহাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেক বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমন্ত্রণ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানাই। বিপিএলে আমি যেসব প্রতিভা দেখেছি, সে অনুযায়ী আগামী দিনগুলোতে বাংলাদেশের দুর্দান্ত একটি দল হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, এই মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ২৪, ২৫ ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুইদল। তারপর আবার একটি টেস্ট ম্যাচ শুরু হবে ৭ জানুয়ারি। বড় প্রায় দুই মাসের বিরতি দিয়ে আবার এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে