শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৫৯:১৭

লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিলো ভারত

লোকেশ রাহুলের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের ব্যাটে বড় রানের ভিত গড়েছিল ভারত। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলেছিলেন দুই জনে। কিন্তু বেশিক্ষণ থাকলেন না রোহিত। ছয়টি চার সহ ৪৪ বলে ৪২ করে অ্যাডাম জাম্পার বলে হলেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও র'ক্ষা পাননি তিনি। রোহিত পঞ্চাশের দোরগোড়া থেকে ফিরেছিলেন। আর শেখর ফিরলেন সেঞ্চুরির দরজা থেকে। 

কেন রিচার্ডসনের বলে ৯৬ রানে ফাইন-লেগে সহজ ক্যাচ দিলেন মিচেল স্টার্ককে। ৯০ বলের ইনিংসে মারলেন ১৩টি চার ও একটি ছয়। বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে শেখর যোগ করলেন ১০৩ রান। তার আগে মুম্বাইয়ের পর রাজকোটেও টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেছিলেন শেখর। ৬০ বলে পঞ্চাশে পৌঁছেছিলেন তিনি। আগের ম্যাচের থেকে শিক্ষা নিয়ে এদিন তিন নম্বরে নেমেছিলেন বিরাট কোহালি। তাকেও ছন্দে দেখাচ্ছে। কিন্তু শেখর ফেরার পরই আউট হলেন শ্রেয়াস আইয়ার। 

এই সিরিজ ভাল গেল না তার। দুই ম্যাচেই ব্য'র্থ হলেন। লোকেশ রাহুলকে না নামিয়ে চারে এদিন তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারলেন না। ১৭ বলে সাত রান করে অ্যাডাম জাম্পার বলে বোল্ড হলেন। বিরাট কোহলি ৭৬ বলে ৭৮ রান করে সাজ ঘরে ফেরেন। কিন্তু ফর্মে থাকা লোকেশ রাহুল ৫২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে ৫০ ওভারে ৩৪০ রানে নিয়ে থামায়। অস্ট্রেলিয়ার সামনে রীতিমত বড় টার্গেটই দিয়ে রাখলো কোহলি-বাহিনী

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে