শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:০১:০৬

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ভ'য়'ঙ্কর দল, হা'ড্ডাহা'ড্ডি ল'ড়াই হবে : মিসবাহ

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ভ'য়'ঙ্কর দল, হা'ড্ডাহা'ড্ডি ল'ড়াই হবে : মিসবাহ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে যাওয়া নিয়ে হ'ইচ'ই, শো'রগো'ল, আলোচনা-সমালোচনা। এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। তিন দফায় তিন ফরম্যাটেই পাকিস্তানে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন টি-২০ সিরিজ খেলতে ২২ জানুয়ারি প্রথম দফা পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

এরপর ফেব্রুয়ারি আর এপ্রিলে আবারও যাবে দুই দফায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২৪ জানুয়ারি হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। আসন্ন সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। 

দল ঘোষণা করার সময় বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ বলেন, 'সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভ'য়'ঙ্কর দল। সম্প্রতি তারা অনেক ক্রিকেট খেলেছে। এরপরই পাকিস্তানে খেলতে আসছে। এই ফরম্যাটে অনেক হা'ড্ডাহা'ড্ডি লড়াই হয়। ম্যাচে আপনাকে সেরাটা দিয়ে খেলতে হবে। বাংলাদেশ যে কোনো দলকে হা'রানোর ক্ষ'মতা রাখে। আমরা এটা জানি। আমাদের জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।'

পাকিস্তান টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ দল, আর বাংলাদেশ ৯ নম্বরে। র‌্যাংকিংয়ের শীর্ষ দল হলেও গত বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরে'ছে পাকিস্তান। দেশের মাটিতে সবশেষ সিরিজে ৮ নম্বর দল শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে