শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:১৯:৫৪

পরিবারকে ভ'য়ে রেখে আমি পাকিস্তানে যেতে পারি না: মুশফিক

পরিবারকে ভ'য়ে রেখে আমি পাকিস্তানে যেতে পারি না: মুশফিক

প্রথমবারের মতো বিপিএলের ফাইনাল খেললেন মুশফিকুর রহিম। সাতবারের চেষ্টায় বিপিএল ট্রফি জয়ের খুব কাছে গেলেও অধরাই রইলো ট্রফি। সংবাদ সম্মেলনে অবশ্য এই প্রসঙ্গ প্রাধান্য পেলো না। বেশিরভাগ অংশ জুড়েই থাকলো পাকিস্তান সফরে তার না যাওয়ার বিষয়টি। সংবাদ সম্মেলন স্পষ্ট করেই জানিয়ে দিলেন, জীবনের চেয়ে ক্রিকেট বড় নয়।

তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় আগামী ২২ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে তামিম-মাহমুদউল্লাহরা। সেই দলে মুশফিক যে যাচ্ছেন না, তা বহু আগেই বিসিবিকে অবহিত করে রেখেছিলেন। সম্প্রতি লিখিত চিঠিতেও জানিয়েছেন পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত কথা বলেছেন উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আমার জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার দারুণ সুযোগ ছিল। কিন্তু আমি শুরুতেই না করে দিয়েছিলাম। আমি জানতাম এবার পুরো টুর্নামেন্টই হবে পাকিস্তানে। আমি তখনই বলেছি, যেহেতু আমার পরিবার আমাকে অনুমতি দিচ্ছে না। তাই সেখানে আমার খেলার কোনও সুযোগ নেই।’

মুশফিক বলেছেন, পাকিস্তান সফরের ব্যাপারে তার পরিবারের মাঝে ভী'তি কাজ করছে। এ কারণেই সফরে যাচ্ছেন না তিনি, ‘পাকিস্তানে যাওয়ার বিষয়ে আমার পরিবার ভী'ত। পরিবারকে ভ'য়ে রেখে আমার পক্ষে পাকিস্তানে গিয়ে খেলা সম্ভব নয়। কারণ জীবনের চেয়ে ক্রিকেট কখনোই বড় হতে পারে না। পাকিস্তানে না যাওয়ার বিষয়টি বিসিবিকে আমি আগেই জানিয়েছি। এমনকি অফিসিয়ালি চিঠিও দিয়েছি। বিসিবি সেটা মেনে নিয়েছে।’

শুরুতে টি-টোয়েন্টি খেলতেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এখন পূর্ণাঙ্গ সিরিজই হচ্ছে। মুশফিক টেস্ট ক্রিকেট পছন্দ করেন বলেই প্রশ্ন উঠলো এই সংস্করণে খেলার কোনও সুযোগ আছে কিনা- সাবেক অধিনায়কের জবাব, ‘শুধু টি-টোয়েন্টি নয়, পাকিস্তানেই যাচ্ছি না আমি। না যেতে পারাটা অবশ্যই হতা'শার। বাংলাদেশ দলের হয়ে আমি একটি সিরিজ মিস করবো, এটার মতো কোনও অন্যায় আমার হতে পারে না। কিন্তু বাস্তবতার কারণেই আমি যেতে পারছি না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে