শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:২৬:০৪

মায়ের কোলে ফিরতেই বড় সুখবর পেলেন ক্রিকেটার হাসান

মায়ের কোলে ফিরতেই বড় সুখবর পেলেন ক্রিকেটার হাসান

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গত প্রায় দেড় মাস ধরেই বাড়ির বাইরে ছিলেন ২০ বছর বয়সী পেসার হাসান মাহমুদ। খেলেছেন ঢাকা প্লা'টুনের হয়ে। তার দল শেষ চারে বা'দ পড়ার পর ফিরেছেন নিজ জেলা লক্ষ্মীপুরে, ইচ্ছা ছিলো এতদিন পর বাড়ি ফিরে কিছুদিন সময় কা'টাবেন বাবা-মা ও বন্ধুদের সঙ্গে।

কিন্তু সে সুযোগটি পাচ্ছেন না লক্ষ্মীপুরের এ তরুণ পেসার। কেননা তাকে পুনরায় ফিরতে হচ্ছে রাজধানী ঢাকায়। এবার কোনো ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়। সরাসরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্যই। পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

ছুটি কাটাতে মায়ের কোলে ফিরেই আজ (শনিবার) দুপুরে সুখবরটি পেয়েছেন ২০ বছর বয়সী এ পেসার। সদ্যসমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে গতির ঝড় তুলে তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুঠোফোনে কল করে তাকে বিষয়টি জানানো হয়। এরপর থেকেই তার পরিবারে যেন ঈদ উৎসব চলছে।

জাতীয় দলে হাসানই লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার। এবারের বিপিএলে ঢাকা প্লা'টুনের হয়ে হাসান মাহমুদ ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। এর মধ্যে খুলনা টাই'গার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। নিখুঁ'ত লাইন-লেন্থের পাশাপাশি গতি দিয়ে বেশ আলোচিত ছিলেন তিনি। লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে হাসান। 

তারা দুই ভাই ও তিন বোন। ভবিষ্যতের সফলতা কামনা করে হাসান মাহমুদের বাবা-মা লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বছর দুয়েক আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন হাসান। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তখন তার বোলিংয়ের প্রশংসা করে 'ভবিষ্যৎ স্টার' লিখে টুইট করে আইসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে