শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১০:১৩:৩০

ক্রিকইনফোর বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে ৬ বাংলাদেশি

ক্রিকইনফোর বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশে ৬ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত 'বঙ্গবন্ধু' বিপিএল সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এতে জায়গা পেয়েছেন ৬ দেশি ক্রিকেটার। দলের নেতৃত্বে থাকছেন বিপিএলের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যা'লসের অধিনায়ক আন্দ্রে রাসেল। একাদশে ব্যাট হাতে উদ্বোধন করবেন দেশীয় দুই ওপেনার রংপুর রে'ঞ্জার্সের মোহাম্মদ নাঈম ও রাজশাহী রয়্যালসের লিটন দাস। 

১২ ইনিংসে ২টি হাফসেঞ্চুরিতে ৩৫৯ রান করেছেন নাইম। নাঈমের সঙ্গী লিটনের রান ৪৫৫। তিনিও ৩টি হাফসেঞ্চুরি করেছেন। এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন লিটন। তিন নম্বরে আছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। ১৪ ইনিংসে ৪টি হাফসেঞ্চুরিতে ৪৯৫ রান করেছেন তিনি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। টানা দ্বিতীয়বারের মত সর্বোচ্চ রানের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন রুশো।

গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশোই। রুশোর সাথে মিডল-অর্ডার সামলাবেন খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম ও কুমিল্লা ওয়ারিয়ার্সের ডেভিড মালান। ৪টি হাফসেঞ্চুরিতে ৪৯১ রান করেছেন মুশফিক। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক। উইকেটরক্ষকের কাজটাও সামলাবেন তিনি। 

অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ছিলেন মালান। পাশাপাশি ৩টি হাফসেঞ্চুরিতে ৪৪৪ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার। সেরা একাদশের অধিনায়কত্বের ভার রাসেলের। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ১টি হাফসেঞ্চুরিতে ২২৫ রান করার পাশাপাশি ১৪টি উইকেটও নিয়েছেন রাসেল। অফ-স্পিনার হিসেবে ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন মেহেদি হাসান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে নিজেকে অন্যরুপে প্রকাশ করেন তিনি। পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে রান তুলতেও পারদর্শিতা দেখিয়েছেন মেহেদি। 

৩টি হাফসেঞ্চুরিতে ২৫৩ রান করেছেন তিনি। বল হাতেও ১২ উইকেট শিকারী ছিলেন এই ডান-হাতি। তাই রাসেলের সাথে একাদশে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন মেহেদি। বোলারদের তালিকায় দুই বিদেশির সাথে থাকছেন দুই দেশি খেলোয়াড়ও। চার বোলারের তিনজনই বাঁ-হাতি পেসার। খুলনা টাইগার্সের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, কুমিল্লার আফগান স্পিনার মুজিব উর রহমান, চট্টগ্রাম চ্যালে'ঞ্জার্সের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা ও রংপুর রে'ঞ্জার্সের পেসার মুস্তাফিজুর রহমান। ২০টি করে উইকেট শিকার করেছেন আমির ও মুস্তাফিজুর। মেহেদির শিকার ১৮টি ও মুজিবের ১৫টি।

বিপিএলে ইএসপিএনক্রিকইনফোর পছন্দের সেরা একাদশ : মোহাম্মদ নাইম (রংপুর), লিটন দাস (রাজশাহী), রাইলো রুশো (খুলনা), মুশফিকুর রহিম (খুলনা), ডেভিড মালান (কুমিল্লা), আন্দ্রে রাসেল (রাজশাহী), মেহেদি হাসান (ঢাকা), মোহাম্মদ আমির (খুলনা), মুজিব উর রহমান (কুমিল্লা), মেহেদি হাসান রানা (চট্টগ্রাম) ও মুস্তাফিজুর রহমান (রংপুর)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে