রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০১:৪১:১১

হার্টে রিং পরানো মেহেদীর মা আইসিইউতে

হার্টে রিং পরানো মেহেদীর মা আইসিইউতে

স্পোর্টস ডেস্ক: গত ২০১৮ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ডাক পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। তবে মায়ের অসুস্থতায় খুলনায় আছেন বলে যোগ দিতে পারছেন না আজ দলের অনুশীলনের প্রথম দিনে।

এদিকে বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা এই অলরাউন্ডার খুলনায় ফিরে যান দল প্লে-অফ বাধা পার হতে না পারায়। মূলত তার মায়ের হার্টে ব্লক ধরা পড়ে, বিপিএল অধ্যায় শেষ করেই তাই খুলনার একটি হাসপাতালে ব্যস্ত সময় কাটান মেহেদী। হার্টে রিং পরানো মেহেদীর মাকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

এদিকে গতকাল শনিবার বোর্ড থেকে দলে থাকার বিষয়টি জানানো হলে মেহেদী তখনই একদিন ছুটি নিয়ে নেন। অর্থাৎ আজ রবিবার দুপুর দুইটা থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সফরের তিনদিনের অনুশীলন ক্যাম্পের প্রথক দিন পাওয়া যাচ্ছেনা এই অলরাউন্ডারকে।

এ ব্যাপারে মেহেদী বলেন, ‘আমার মাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এখন অনেকটা সুস্থের পথে। আজ রাত গেলে জানা যাবে কি অবস্থা। উনার হার্টে রিং পরানো হয়েছিল একমাস আগে। অনিয়ম করায় সমস্যা হয়ে যায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে