রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৪:২৫:২৮

যে তরুণ টাইগারকে ভবিষ্যৎ বিশ্বসেরা অলরাউন্ডার বলে ঢাকা ছাড়লেন আন্দ্রে রাসেল

যে তরুণ টাইগারকে ভবিষ্যৎ বিশ্বসেরা অলরাউন্ডার বলে ঢাকা ছাড়লেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের খুলনা টাই'গার্সকে হা'রিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জয়ী হয়েছে আন্দ্রে রাসেলে রাজশাহী রয়্যা'লস। ব্যাটে-বলে অসধারন নৈপুণ্য দেখিয়ে ২১ রানের জয় তুলে নিয়েছে রাজশাহী। সেই সাথে বিপিএল ইতিহাসে ১ম বারের মতো সোনালী শিরোপা হাতে তোলার সুযোগ পেল রাজশাহী। 

আন্দ্রে রাসেল রাজশাহীকে নিজের দেশের মত ভালবেসে খেলে গেছেন প্রতিটি ম্যাচ। শুধু তাই নয় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদেরও অনেক ভাল লেগেছে রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেলের। তারপর তিনি মনে করেন তরুণ ক্রিকেটারদের আরও বেশি শক্তিশালী হতে হবে ভাল খেলার জন্য। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের বিশ্বাস, আফিফ হোসেন ক্রিকেট বিশ্বেসেরা একজন অলরাউন্ডার হয়ে উঠবেন।

আন্দ্রে রাসেল বলেন, আমি যে দলেরই হয়ে খেলি না কেনো তরুণ ক্রিকেটারদের সব সময় উৎসাহ দেয়ার চেষ্টা করি। ছক্কা হাঁকানোর সবচেয়ে বড় কৌশল হলো শক্তিশালী হওয়া। সব থেকে বেশী মনে ধরেছে রাজশাহীর তরুণ ক্রিকেটার আফিফ হোসেনের খেলা।

তার ব্যাটিংও দেখেছেন তিনি আবার বোলিং দেখেছেন। তাই তিনি অলরাউন্ডার আফিফ হোসেনের মাঝে ভবিষ্যৎ দেখছেন। রাসেল বলেন, আফিফ হোসেন সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে উঠবে। সে অনেক চালাক এখন ক্রিকেটার। বোলিংয়ের দিক দিয়ে জানে কি করতে হবে আবার ব্যাটিংয়েও সব রকমের শট আছে তার মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে