রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:৩১:৫৪

বিজেপির সমর্থনে প্রচারে নামেননি ধোনি, তাই বোর্ডের চুক্তি থেকে বাদ!‌

বিজেপির সমর্থনে প্রচারে নামেননি ধোনি, তাই বোর্ডের চুক্তি থেকে বাদ!‌

স্পোর্টস ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের নির্বাচনে বিজেপিকে সমর্থন করেননি মহেন্দ্র সিং ধোনি। তার জেরেই নাকি তাকে বোর্ডের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এই মর্মেই এবার বিজেপিকে আক্র'মণ করল কংগ্রেস। ঝাড়খ'ণ্ড নির্বাচনের আগে সূত্র মারফত শোনা গিয়েছিল, ধোনির মুখকেই হা'তিয়ার করে নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপি। 

বিজেপি নেতারাও নাকি ধোনির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিজেপি চাইছিল, ধোনি বিজেপির হয়ে প্রচারে নামুক। কিন্তু সাবেক ভারত অধিনায়ক নাকি রাজি হননি। কংগ্রেসের অভিযোগ, সেই কারণেই বিসিসিআইয়ের ওপর প্রভা'ব খাঁটিয়ে কেন্দ্রীয় চুক্তি থেকে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা শাকিল আহমেদ রবিবার একটি টুইট করেন। 

তাতে তিনি লেখেন, '‌বিজেপিকে সমর্থন না করার জন্যেই কি সাবেক ভারত অধিনায়ককে চুক্তি থেকে বাতিল করলো বিজেপি?‌ যদি তাই হয়ে থাকে, তাহলে এর চেয়ে ল'জ্জাজনক আর কিছু হতে পারে না।'‌ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআইয়ের সচিব হয়েছেন সম্প্রতি। খেলার জগতেও রাজনীতির রং লাগাতে চাইছে বিজেপি, সেইসময়ে এমনই অ'ভিযো'গ তুলেছিল কংগ্রেস। ধোনিকে চুক্তি থেকে বাদ দেওয়ার ঘটনায় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও মন্তব্য করতে রাজি হননি। সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে