রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৫৮:১২

আইসিসির চাপে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ : জানালেন পাপন

আইসিসির চাপে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ : জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে আইসিসির পক্ষ থেকে চাপ ছিল বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাকিস্তান সফরে যাবার এটিই প্রধান কারণ বলে স্পষ্ট করলেন বিসিবি প্রধান। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের আসন্ন দুই ম্যাচ সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাপন জানান, 'যদি এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ, যা আয়োজন করছে আইসিসি। এটি বিশ্বকাপের মতো। চ্যাম্পিয়নশিপের ম্যাচ হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হচ্ছে। তাই এটি এড়ানোর কোন বিকল্প নেই। আমি মনে করি, আইসিসির পূর্ণ সদস্য হিসেবে আমাদের এখানে অংশ নেয়া উচিত এবং আইসিসিও তাই চায়। আসলে এটিই ছিল মূল চাপ।'

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেললেই পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে অবগত হওয়া যাবে উল্লেখ করেছিলেন বিসিবি প্রধান। সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ খেলতে খেলতে আগামী ২২ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। প্রথম দফায় লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে নিরাপত্তার কথা চিন্তা করে শুধু ক্রিকেটাররাই নন, পাকিস্তানে যাচ্ছেন বিসিবি সভাপতি স্বয়ং! পাপনের সঙ্গী হচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও সাব্বির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে