রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ১০:০৩:৫৭

রোহিত-কোহলির অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

রোহিত-কোহলির অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : এভাবেও ফিরে আসা যায়। প্রথম ওয়ান ডে ম্যাচে ১০ উইকেটে হারের পর সিরিজ জিতল ভারত। শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ফিঞ্চদের সহজেই হারালেন বিরাট কোহলির দল। সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। সেইসঙ্গে ভারতীয় অধিনায়কদের মধ্যে ওয়ান ডে ক্রিকেট সর্বোচ্চ রান হল বিরাটের।

মুম্বাইয়ের দা'পুটে জয়ে সিরিজের শুরুতেই লিড নেয় অস্ট্রেলিয়া। রাজকোটে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। বেঙ্গালুরুর তৃতীয় তথা নির্নায়ক ওয়ান ডে ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বি'রু'দ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৬ রান তোলে। 

ল'ড়া'কু শতরান করেন স্টিভ স্মিথ। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। টিম ইন্ডিয়াকে দায়িত্বসহকারে জয়ের মঞ্চে দাঁড় করিয়ে দেন অধিনায়ক বিরাট কোহলি (৮৯) ও সহ-অধিনায়ক রোহিত শর্মা (১১৯)। বরং বলা ভালো ভাইস ক্যাপ্টেন রোহতিই এদিন ভারতের ৭ উইকেটে জয়ের ব্লু-প্রিন্ট ছকে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে