রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ১১:৩৮:২৬

'মাহমুদউল্লাহই আমার অধিনায়ক'

'মাহমুদউল্লাহই আমার অধিনায়ক'

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো ৯-১০ মাস বাকি থাকলেও এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাসে ডমিঙ্গো। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদকে পেয়েছেন তিনি। সাকিব এক বছরের নিষে'ধা'জ্ঞা কা'টাচ্ছেন। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই মনে ধ'রেছে ডমিঙ্গোর।

আজ পাকিস্তান সফরের উদ্দেশ্যে অনুশীলনের পর সাংবাদিকদের এই প্রোটিয়া কোচ বলেন, 'আমি আশা করি সেই (মাহমুদউল্লাহ) টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেবে। তার জন্য আমার পূর্ণ সমর্থন আছে। আমি মনে করি, ভারতে সে দারুণ দেখিয়েছে। ওর সঙ্গে কাজ করা উপভোগ করি আমি। সে খুব ভালো মানুষ। পুরো দলের সম্মান আদায় করে নিয়েছে। সে বিশ্বমানের খেলোয়াড় এবং সেই আমার অধিনায়ক।'

এমনিতেই মাহমুদউল্লাহর নেতৃত্ব বরাবরই প্রশংসিত হয়েছে। বিপিএলে তো তার অধিনায়কত্ব দুর্দান্ত। এবার মাহমুদউল্লাহর নেতৃত্বে পাকিস্তানে ভালো কিছু করার আশা করছেন ডমিঙ্গো, 'পাকিস্তান বিশ্বের এক নম্বর দল। ওরা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে এনেছে। আবার মোহাম্মদ আমিরকে বাদ দিয়েছে। আমরা আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি। আমরা জানি এটা কত বড় চ্যালেঞ্জ। আমরা ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। এবার দেখতে চাই, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে কেমন করি আমরা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে