সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ১১:৩৯:৩৫

ছয় ওপেনার নিয়ে মধুর সমস্যায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

ছয় ওপেনার নিয়ে মধুর সমস্যায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: কদিন আগেই শেষ হলো বঙ্গবন্ধু বিপিএল। আর সেখানে নজর কেড়েছেন বেশ কিছু তরুণ। আর তাদের প্রায় সবাই খেলেছেন ওপেনিং পজিশনে। তাই মধুর সমস্যায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কারণ লম্বা বিরতি শেষে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবালও। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না ডমিঙ্গো। তার মতে, সেরা খেলোয়াড়রা যে কোন কন্ডিশনে, যে কোন পজিশনে খেলতে পারেন। আর তার সমাধানের পথও জানালেন এ প্রোটিয়া।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে আগের দিনই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তর মতো পাঁচ জন ওপেনার রয়েছেন। আফিফ হোসেন ধ্রুবও এবারের বিপিএলে ওপেনিংয়ে ব্যাটিং করেই নজর কেড়েছেন। এছাড়া তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানও ওপেনিংয়ে ব্যাট করে ভালো করেছেন। তাই শেষ পর্যন্ত জাতীয় তাদের মধ্যে কারা খেলবেন এ নিয়ে আলোচনার শেষ নেই।

অন্যদিকে এতো ওপেনারের ভিড়ে সমস্যাও রয়েছে। কারণ মিডল অর্ডারে শক্তিটা কিছুটা হলেও দুর্বল হচ্ছে। তার উপর মুশফিকুর রহিম যাচ্ছেন না এ সিরিজে। তাই মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া মিডল অর্ডার সামলানোর ব্যাটসম্যান নেই। তাই ওপেনারদের দিয়েই এ কাজটি সামলাতে হবে। এমনকি সেটা হতে পারে সাত নম্বর পজিশনেও।

বিশ্বের নামীদামী বেশ কিছু খেলোয়াড় উদাহরণ টেনে নিজের উক্তির ব্যাখ্যায় ডমিঙ্গো বললেন, 'সেরা খেলোয়াড়রা সে কোন কন্ডিশনে, যে কোন পজিশনে খেলতে পারে। আপনি যদি মরগানকে তিন থেকে ছয়ের মধ্যে নামান দেখবেন সব জায়গায় সে সফল। আপনি যদি কেন উইলিয়ামসনকে তিন থেকে পাঁচের মধ্যে কোথাও নামান দেখবেন সে এর জন্য একটা পথ খুঁজে নিয়েছে।'

'খেলায় নতুন কিছু খুঁজে পেতে এটা তরুণদের জন্য ভালো সুযোগ। আমিও নিজেও খুব রোমাঞ্চিত। লিটনের মতো খেলোয়াড় একটা ম্যাচের জন্য চার নম্বরে কিংবা দুইয়ে খেলতে পারে, সেটা ভালো। মিঠুন তিন নম্বরে ব্যাট করতে পারে, এটাও ঠিক আছে। আফিফ ছয় নম্বর থেকে ওপেনিং আসতে পারে। তাদের এসব শিখতে হবে।' - তরুণদের জন্য এটা বড় সুযোগ বলে জানালেন এ প্রোটিয়া কোচ।

আর এ সমস্যা থেকে কীভাবে উতরাবেন তার কিছু ইঙ্গিতও দেন বাংলাদেশ কোচ, 'দেখেন আমাদের কিছু খেলোয়াড় রয়েছে যেমন সৌম্য ভারতে তিন নম্বরে ব্যাট করেছেন, হয়তো সে পাকিস্তানে ছয় নম্বরে ব্যাট করতে পারে। রিয়াদ হয়তো পাঁচ নম্বরে খেলতে পারে। আফিফ ভারতে সাত নম্বরে খেলেছে। সে হয়তো তিন কিংবা চার নম্বরে খেলতে পারে। শান্তও ভালো করেছে। আমাদের সব বিকল্প ভালো ভাবে দেখতে হবে। মাত্র দুই জন ওপেনিংয়ে খেলতে পারবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে