সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪:৩৮

ক্যান্সার রুগীদের সহায়তায় ২৫ কোটি টাকা দান করলেন মোহাম্মদ সালাহ

ক্যান্সার রুগীদের সহায়তায় ২৫ কোটি টাকা দান করলেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে জনপ্রিয় ফুটবলার মোহাম্মদ সালাহ। মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহর এমনিতেই অনেক সুনাম। লিভারপুলে খেলার সৌজন্যে তার জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে। এছাড়াও মুসলিম বিশ্বে তার জনপ্রিয়তা অন্যমাত্রায়। এবার সেই সালাহ মিসরের জাতীয় ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দান করেছেন। 

গত বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহামেদ উথমান আল-খাস্ত এ তথ্য দিয়েছেন। এদিকে রাজধানী কায়রোর এই হাসপাতালের সামনে সোমবার ভ'য়াব'হ বি'ষ্ফো'রন ঘটে যাতে ২০ জন নিহ'ত ও ৪৭ জন আহ'ত হয়। একই সাথে অনেক ক্ষ'তি হয় ভবনের। এরপর সরকার এই ভবনটির সং'স্কা'রের জন্য নির্দে'শ দিয়েছেন। সেই কাজেই সহায়তা করতে ২৫ কোটি টাকা দান করেছেন সালাহ।

ফুটবলার সালাহ ও ব্যক্তি সালাহ পুরোপুরি একই। ব্যক্তিজীবনে নিজের দাতব্য কর্মের জন্য তিনি যেখানেই খেলেছেন তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। সালাহ এর ধার্মিকতা সকলের নজর কেড়েছে। ইউরোপে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা ফুটবলার হয়েও নিজেকে আবদ্ধ রেখেছেন ইসলামের শৃ'ঙ্খ'লার মধ্যে। সালাহর হাতে অনেক সময় দেখা যায় পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ। বিমান ভ্রমণ সময়ের সময় নিয়মিত পাঠ করেন কুরআন। নিয়মিত পড়েন নামাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে