সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ১০:০৫:৩০

বলে গতি ঘণ্টায় ১৭৫ কি.মি, বিশ্বকে চমকে দিলেন শ্রীলঙ্কার ১৭ বছরের 'নতুন মালিঙ্গা'!

বলে গতি ঘণ্টায় ১৭৫ কি.মি, বিশ্বকে চমকে দিলেন শ্রীলঙ্কার ১৭ বছরের 'নতুন মালিঙ্গা'!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে বিশ্বকে চমকে দিলেন শ্রীলঙ্কার পেসার। ভারতের বিরুদ্ধে ম্যাচে মাথিশা পাথিরানা বল করলেন ১৭৫ কি.মি প্রতি ঘণ্টা বেগে! যা অবশ্যই নতুন রেকর্ড। মালিঙ্গার মতো অ্যাকশনের এই জুনিয়র বোলারই কামাল করলেন। 

ব্যাট করছিলেন ভারতের যশস্বী জয়সওয়াল। বলটি ওয়াইড হলেও গতি দেখে চমকে গিয়েছেন ব্যাটসম্যান-সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। বলটি শর্ট পিচ ছিল এবং যশস্বীর মাথার অনেক উপর দিয়ে চলে যায়। তাই ওয়াইড সিগন্যাল দেওয়া ছাড়া আম্পায়ারের আর কিছু করার ছিল না।

ঘন্টায় ১৭৫ কিলোমিটার বেগে বল করে শোরগোল ফেলে দিয়েছেন মাথীশা পাথিরানা। দ্বীপরাষ্ট্রের এই বোলারকে বল করতে দেখলে সবারই লাসিথ মালিঙ্গার কথা মনে পড়বে। মালিঙ্গার মতোই বোলিং স্টাইল তার। তেমনই মা'রা'ত্মক গতি। অনেকেই তাকে 'নতুন মালিঙ্গা' বলছেন।

ভারতের বি'রু'দ্ধে ম্যাচের চতুর্থ ওভারে মাথীশার হাত থেকে ছিটকে বেরোয় সেই আ'গুনে ডেলিভারি। ভারতের ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল তখন ব্যাট করছিলেন। বলটি পিচে পড়ে লেগ স্টাম্পের অনেকটাই বাইরে দিয়ে চলে যায়। স্পিড গানে দেখা যায় ডেলিভারিটির গতি ঘন্টায় ১৭৫ কিলোমিটার। এর পরেই ক্রিকেটমহলে জোর আলোচনা। 

অনেকেরই প্রশ্ন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা এই বোলার কি তবে গতিতে ছাপিয়ে গেলেন পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতারকেও? অনেকে আবার প্রশ্ন তুলেছেন, স্পিড গানে বলের গতিবেগ ঠিক দেখাচ্ছে তো? যদিও পাথিরানার বলের গতি নিয়ে আইসিসি কোনও শব্দ খরচ করেনি। দ্রুততম বোলার হিসেবে তাঁর নাম বিবেচনা করা হবে কি না সে ব্যাপারেও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা কিছু বলেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে