বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ১২:০১:২২

জ'ল্পনা ক'ল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরের আগে বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণা বিসিবির

জ'ল্পনা ক'ল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরের আগে বাংলাদেশের নতুন কোচের নাম ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গিবসনকেই মোস্তাফিজের কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি। আজ তার পেস বোলিং হওয়ার খবরটি জানিয়েছে বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই টাইগারদের সাথে যোগ দিবেন এই ক্যারিবিয়ান কোচ। মোস্তাফিজদের সাথে কাজ করবেন ২০২২ সাল পর্যন্ত।

ল্যাঙ্গাভেল্টের বিদায়ের পরই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওঠে টাইগারদের বোলিং কোচ হতে যাচ্ছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ওটিস গিবসন। সেই গুঞ্জনই হলো সত্যি। আনুষ্ঠানিক ভাবে টাইগারদের বোলিং কোচ এর দায়িত্ব নিচ্ছেন ওটিস গিবসন।

গিবসন বাংলাদেশের খুব অপরিচিত নয়। গেল বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি৷ বিপিএল থেকেই বিসিবির নজরে ছিলেন এই ক্যারিবিয়ান কোচ। তখন তিনি নিজেও বাংলাদেশের বোলিং কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অবশেষে পূরণ হলো তার ইচ্ছাও।

উল্লেখ্য, উইন্ডিজের জার্সি খুব একটা বেশি ম্যাচ না খেললেও কোচ ওটিস গিবসনের ক্যারিয়ার বেশ সম্মৃদ্ধ। দেশের কোচের দায়িত্ব পালনের সময় ২০১২ সালে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়েছিলেন তিনি। এরপর ইংল্যান্ডের পেস বোলিং কোচ ও দক্ষিন আফ্রিকার প্রধান কোচ এর দায়িত্ব পালন করেছেন৷ তবে ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়াদের ভরাডুবির পর গিবসনের সাথে আর চুক্তি বাড়ায়নি প্রোটিয়ারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে