বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ১২:২৬:২১

অস্ট্রেলিয়া দলে বাংলাদেশী আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহদি

অস্ট্রেলিয়া দলে বাংলাদেশী আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহদি

স্পোর্টস ডেস্ক: আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাথে যার নাম সবসময়ই উচ্চারণ গতে থাকবে। দেশের অভিষেক টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাকানো সেই ইনিংসের জন্য । বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে আইসিসির ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন মেলবোর্নে।

বর্তমানে চাকরি সূত্রে বুলবুলের পরিবারের আবাস্থল এখন অস্ট্রেলিয়াই। সেখানেই তার ছেলে মাহদি ইসলাম অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার মত দেশে, যেখানে ক্রিকেট দলে সুযোগ পেতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়- সেখানকার কোনো বয়সভিত্তিক মূল দলে সুযোগ পাওয়া চাট্টিখানি কথা নয়। আর তাই মাহদির এই সাফল্য সবার কাছে এসেছে চমক হয়ে। আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সুযোগ পেলে মাহদি তার প্রতিভা কাজে লাগাবেন বাংলাদেশ দলের জার্সি গায়েও।

বুলবুল পুত্র মাহদি ইসলাম ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেটের দল। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আসর, যেখানে খেলবেন বাংলাদেশের মাহদি।

এই বয়সেই দেশটির ভিক্টোরিয়ার রাজ্যদল ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিতভাবে পেশাদার ক্রিকেট খেলে যাওয়া মাহাদিই বয়সভিত্তিকের বিশ্বকাপ সমতুল্য আসরের পুরো অস্ট্রেলিয়া স্কোয়াডের একমাত্র এশীয় বংশোদ্ভূত ক্রিকেটার। উল্লেখ্য, মাহদি ছাড়াও স্কোয়াডে ভিক্টোরিয়া একাদশের সাতজন ডাক পেয়েছেন।

ছেলের সাফল্যে বাবার উচ্ছ্বাস যেন ঠিকরে পড়ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব বুলবুল বলেন, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে।’

বুলবুল জানালেন, ক্রিকেটের জন্য মাহদির ভালোবাসা, নিজের জীবনটাই ক্রিকেটময় করে তোলা মাহদির বাবা বুলবুলের চেয়েও বেশি! তিনি বলেন, ‘ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।’

একনজরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দল:
মাহদি ইসলাম, ক্যাম্পবেল করিগ্যান, রেইলি মার্ক, এথান ফিটজপ্যাট্রিক, জর্ডান হেসলিন, টম কোয়াডে, স্যাম ওয়েটেরিং, জ্যাকব ভারস্টেগান, জাই লেমিরে, ডেক্লান ম্যাককম্ব, থমাস আইসন, তাহজ জনস্টন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে