বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০২:১২:১১

একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে: রমিজ রাজা

একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সব ঠিকঠাক থাকলে আগামীকাল (২৪৭ জানুয়ারি) থেকে লাহোরে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এদিকে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওপেনার তামিমকে বড্ড ভয় পাচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা । কারণ , যে কোন সময় এই মারকুটে ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেন, আর একবার সেট হয়ে গেলে তাকে ফেরানোর সাধ্য নেই পাকিস্তানের।

বাংলাদেশের এই মারকুটে ক্রিকেটারের ব্যাখ্যা দিতে গিয়ে ৫৭ বছর বয়সী এই ধারাভাষ্যকার বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁ হাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্র'মণের সময় দেখতে দুর্দান্ত লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।’

উল্লেখ্য, ১ম ম্যাচ হবে ১৮ই মার্চ সন্ধ্যা সারে ৬টায় এবং ২য় ম্যাচ হবে ২১শে মার্চ সন্ধ্যা সারে ৬টায়! যেহেতু বিসিবি কতৃক এই ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে, তাই এশিয়া একাদশে বাংলাদেশী খেলোয়াড়দের প্রাধান্য বেশী থাকবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে