বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৫১:৫২

মোস্তাফিজ, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের জন্য বিপজ্জ'নক: রমিজ রাজা

মোস্তাফিজ, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের জন্য বিপজ্জ'নক: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: গতকাল রাতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে লাহোরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের হয়ে কারা ভালো পারফর্ম করতে পারেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা দুই দল থেকে তিনজন করে মোট ছয় ক্রিকেটার বেছে নিয়েছেন, যাঁরা টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেন বলে তাঁর ধারণা।

সাম্প্রতিককালে পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটার ইউটিউবে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিদিনই কেউ না কেউ নিজেদের ইউটিউব চ্যানেলে নানা রকম কথা বলছেন, বিশ্লেষণ করছেন। রমিজ রাজাও ব্যতিক্রম নন। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ইউটিউবে সম্ভাব্য ছয় পারফরমারকে বেছে নিয়েছেন তিনি। বাংলাদেশ দলের মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে পাকিস্তানের জন্য বিপজ্জ'নক বলে মনে করছেন রমিজ।

বাংলাদেশের এ তিন ক্রিকেটার নিয়ে ৫৭ বছর বয়সী ধারাভাষ্যকার বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তানের জন্য ভীষণ কঠিন হয়ে উঠতে পারেন। এ তিন ক্রিকেটারের ওপর আমাদের চোখ রাখতে হবে।’ মোস্তাফিজকে নিয়ে রমিজের ব্যাখ্যা, ‘মোস্তাফিজের মধ্যে একটা হিসহিস ব্যাপার আছে। সে তরুণ এবং পরিশ্রমী। দুর্দান্ত ওয়ানডে পরিসংখ্যান। পেসেও ভালো বৈচিত্র্য আনতে পারে। গতির কারণে তার সিমের ডেলিভারিগুলোও বেশ ভালো। বাঁ হাতের অ্যাঙ্গেল (কোণের ব্যবহার) থেকেও বেশ সাহায্য পেয়ে থাকে। সে একটি পরিপূর্ণ প্যাকেজ—পরিপূর্ণ বোলার। তার ফর্ম বাংলাদেশের ভালো করার নিয়ামক হয়ে উঠতে পারে।’

পাকিস্তানের সাবেক এ ওপেনার বাংলাদেশ দলের ওপেনার তামিমকে নিয়ে বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁ হাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আ'ক্রম'ণের সময় দেখতে দুর্দান্ত লাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।’

পাকিস্তানে যে দল নিয়ে গেছে বাংলাদেশ তার নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ককে নিয়ে রমিজ বলেন, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেতৃত্বের কারণে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়। আমার মনে হয় মাহমুদউল্লাহর কাছ থেকে এমন কিছু দেখা যেতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে