শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৩০:২৭

এবার অভিজ্ঞ হাফিজকে ফিরিয়ে দিলেন কাটার মাস্টার, পাকিস্তানের ২ উইকেটের পতন

এবার অভিজ্ঞ হাফিজকে ফিরিয়ে দিলেন কাটার মাস্টার, পাকিস্তানের ২ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। বাবরের পর এবার অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে দিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান৷ আমিনুলের দারুণ এক ক্যাচে তাকে ফেরান মোস্তাফিজ।

রিপোর্টটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫.৩ ওভারে ২ উইকেটে ৩৬ রান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দৃঢ় গতিতে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাঈম শেখ। যেখানে ৭১ রানের জুটি গড়ে ১ ছক্কা ও ৪ চারে ৩৪ বলে ৩৯ রান করে রান আউটে ফিরেন তামিম ইকবাল। সেই তামিমের সাথে মিল রেখে ১২ রান করে বিদায় নেন লিটন।

লিটন ফেরার পরের বলে দলীয় ৯৮ রানে ৪১ বলে ৪৩ রান করে ফিরেন নাঈম। যাওয়ার আগে ২ টি ছক্কা ও ৩টি চার হাঁকান এই ওপেনার। এরপর আফিফ- মাহমুদউল্লাহ দলের হাল ধরতে আসেন।

তবে অভিষিক্ত হারিস রউফের প্রথম শি'কার হয়ে ৯ বলে ১০ রান করে ফিরেন আফিফ হোসেন। এরপর সৌম্য ও ফিরেন ৭ রান করে। শেষ দিকে মাহমুদউল্লাহও দলকে বড় সংগ্রহ দিকে এগিয়ে নিতে পারলেন না। তার ১৪ বলে ১৯ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে রান ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে