শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৩:২৩

চার-ছক্কার তামিম যখন পারফেক্ট ‘ডট’ মাস্টার!

চার-ছক্কার তামিম যখন পারফেক্ট ‘ডট’ মাস্টার!

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার চাদরে ঢাকা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তারই মাঝে ২২ গজে খেলতে নামে বাংলাদেশ-পাকিস্তান। তবে হার দিয়ে সিরিজ শুরু করলেও এক তামিম ইকবালের জন্য অনেকের দীর্ঘশ্বাস বোধ হয় বাড়ল।

বাড়াটাও স্বাভাবিক! যেভাবে ব্যাট হাতে বল হজম করেছেন। যেভাবে টি২০’কে টেস্ট বানিয়ে নিয়েছেন। তাতে তামিমকে নিয়ে দুই কথা তো হবেই।

টি২০ ক্রিকেটের প্রধান আকর্ষণ চার-ছক্কা। আর ওই চার-ছক্কা তো দূরে থাক উল্টো যখন ঘন হারে ডট খাওয়া শুরু করেন একজন ক্রিকেটার, তাও আবার টপ অর্ডারের কেউ যে কি-না তামিম ইকবালের মতো। তখন কী আর কারো ভালো লাগে?

শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরে হয়ে যাওয়া প্রথম টি২০’তে যেন তারই প্রমাণ মিলল। ওপেনিংয়ে নেমে তামিম যেভাবে একের পর এক বল খান তাতে অনেকের মনে হবে তিনি একজন পারফেক্ট ডট মাস্টার।

স্বাগতিক পাকিস্তানের সামনে মামুলি টার্গেট দেওয়ার মূল কারণও কিন্তু এই ডট। অবশ্য তামিম একা এই দলে নাম লেখাননি আরেক ওপেনার নাঈমও খালি বল হজম করেছেন। তবে তামিমের মতো অভিজ্ঞ ওপেনারের সঙ্গে এমনটা বেমানান।

মজার ব্যাপার হলো কেবল পাওয়ার প্লেতেই ১১টি বল ডট দিয়েছেন তামিম, নেননি কোনো রান। তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়।

টি২০’তে তামিমের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ বিপিএলেও ব্যাট হাতে খুব একটা আলো ছড়াতে পারেননি। সাদামাটা পারফর্ম করেছেন ঠিকই, কিন্তু বল খরচের পাল্লা ছিল ভারি। সবমিলে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৭৬ ম্যাচে অংশ নিয়েছেন তামিম। যেখানে তার ব্যাটিং গড় ২৩.২৬। আর স্ট্রাইক রেট ১১৬.৫৮।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে