শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১২:০৭:২৪

সব ধরণের ক্রিকেট থেকে নি’ষিদ্ধ হওয়ার পরও অবশেষে এলো কা’ঙ্ক্ষিত সুখবর!

সব ধরণের ক্রিকেট থেকে নি’ষিদ্ধ হওয়ার পরও অবশেষে এলো কা’ঙ্ক্ষিত সুখবর!

স্পোর্টস ডেস্ক: সব ধরণের ক্রিকেট থেকে নি’ষিদ্ধ হওয়ার পরও অবশেষে এলো কা’ঙ্ক্ষিত সুখবর! আপাতত খেলার মাঠে নেই তিনি। আর এই সময়টাকে যেন কিছুতেই মনে করতে চান না সাকিব আল হাসান। তাইতো নিয়মিত ঘুরে বেড়াচ্ছেন। অবশ্য এই ক্রিকেটবিহীন সময়ের মধ্যেও দারুণসব খবর মিলছে। সম্প্রতি কুল-বিএসপিএ’র বর্ষসেরা ক্রিকেটার হলেন দেশসেরা এই অলরাউন্ডার।

প্রসঙ্গত, জু’য়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষি’দ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শি’কার করেছেন ৯২টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে