শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪৯:০১

তামিমের একক লড়াইয়ে বাংলাদেশ ১৩৬, শুরুতেই আহসানকে ফেরালেন শফিউল

তামিমের একক লড়াইয়ে বাংলাদেশ ১৩৬,  শুরুতেই আহসানকে ফেরালেন শফিউল

আন্তর্জাতিক ডেস্ক : হারলেই ট্রফি হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন ক'ঠিন সমী'করণের ম্যাচে ব্যাটিং বি'প'র্যয়ে পড়ে যায় বাংলাদেশ। স্লো মোশন ব্যাটিং আর নিয়মিত বিরতিতে উইকেট প'তনের কারণে সম্মানজনক স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। 

তামিম ইকবালের একক প্রচেষ্টায় শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৬ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ইনিংস ওপেন করতে নেমে ১৭.৪ ওভারে রান আউট হয়ে ফেরেন তামিম। তার আগে ৫৩ বল খেলে ৭টি চার ও এক ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করে ফেরেন দেশসেরা এ ওপেনার।

১৩৬ রানের জবাবে পাকিস্তানের তরুণ ওপেনার আহসান আলীকে সাজঘরে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন শফিউল ইসলাম। তার গতির বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আহসান। আগের ম্যাচে অভিষেকে ৩৬ রান করা এ তরুণ ওপেনার শনিবার ফেরেন ৭ বলে শূন্য রানে। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে ট্রফি নিশ্চিত করতে পাকিস্তানের প্রয়োজন মাত্র ১৩৭ রান।

শনিবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ খবর, পাকিস্তান ১২ ওভার শেষে এক উইকেটে ৮৪ রান করেছে। জয়ে জন্য তাদের আর প্রয়োজন ৪৮ বলে ৫৩ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে