শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:১৮:৩৬

পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে আসলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান : পিসিবি

পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে আসলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান : পিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ না খেলার হু'ম'কি দিল পাকিস্তান। চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে ভারত এশিয়া কাপ খেলতে না গেলে তারাও ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ ব'য়ক'ট করবে বলে শনিবার প'রি'ষ্কার জানিয়ে দিল পিসিবি।

২০২১ সালে ভারতের মাটিতে হবে অক্টোবর ও নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। তার আগে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে আমনে-সামনে হতে পারে ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন খেলেনি ভারত। দু'দেশের রাজনৈতিক পরিস্থি'তির কারণে বন্ধ রয়েছে বাইশ গজে দ্বি-পাক্ষিক ল'ড়াই।

চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে হওয়া করা এশিয়া কাপ। কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে সেখানে খেলতে যাবে না তারা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার লাহোরে সাংবাদিকদের পিসিবি সিইও ওয়াসিম খান জানান, 'যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না-আসে তাহলে আমরাও ২০২১ টি-২১ বিশ্বকাপ খেলতে ভারতে যাব না।'

সম্প্রতি সংবাদমাধ্যে প্রকাশিত হয়েছিল, পাকিস্তানের মাটিতে বাংলাদেশ সফর করার কারণে পিসিবি এশিয়া কাপ আয়োজন স্বত্ত্ব বিসিবি-কে দিয়ে দিয়েছে। কিন্তু এই খবর উ'ড়িয়ে দিয়ে পিসিবি সিইও জানান, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের এশিয়া কাপ আয়োজনের স্বত্ত্ব দিয়েছে, আমরা তা অন্য কোনও দেশকে দিতে পারি না। সেই অধিকার আমাদের নেই।'

২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফর করেনি ভারত। দুই দেশ শেষবার দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ খেলেছে ২০০৭ সালে। তার পর পাকিস্তান ২০১২ সালে ভারতের মাটিতে সী'মিত ওভারের সিরিজ খেললেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান সফরে যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে