রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৩৬:১৯

পাকিস্তানের মাটিতে উড়ছে বাংলাদেশের লাল সবুজ পতাকা

পাকিস্তানের মাটিতে উড়ছে বাংলাদেশের লাল সবুজ পতাকা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছ থেকেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল মুক্তিকামী বাঙালীরা। স্বাধীনতা পরে এগিয়ে গিয়ে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে গেছে পাকিস্তান। পাকিস্তানে জ'ঙ্গি হা'মলার জন্যই অন্য দেশগুলো সেখানে যাওয়া থেকে বিরত থাকে। সম্প্রতি দুই একটা দেশ যাওয়া শুরু করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে রয়েছে।

৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সন্মানের বিনিময়ে অর্জিত সেই পতাকা উড়ছে পাকিস্তানের বুকে। স্বাধীনতা ও যে লাল-সবুজের পতাকার স্বীকৃতি না দিয়ে উল্টো হ'ত্যালীলা চালিয়েছিল যে দেশটি, সেই পাকিস্তানের মাঠেই এবার দেখা গেল বাংলাদেশের লাল সবুজ পতাকা। আজকেই বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের সময় এই লাল সবুজ পতাকাটি দেখা যায়। আর সেটা এই পাকিস্তানের মাঠেই যে দেখা যায়। 

এইদৃশ্য বাংলাদেশিদের জন্য অন্য রকম প্রাপ্তিই বটে। কেননা এই পাকিস্তানীরাই একসময় শা'সন করেছিলো বাংলাদেশকে। এই পাকিস্তানই একসময় লাল-সবুজের পতাকার স্বীকৃতি না দিয়ে পা'ল্টা মুক্তিকামী বাঙালিদের উপর হ'ত্যালীলায় ম'ত্ত হয়েছিল। সেই পাকিস্তানের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, আর বীর বাঙালির গৌরবান্বিত ইতিহাস পাকিস্তানকে স্মরণ করাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে