রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১১:২৩:২৯

থমথমে পরিবেশ, ক্রিকেটারদের টিম হোটেলের বাহিরে যাওয়া নিষে'ধ!

থমথমে পরিবেশ, ক্রিকেটারদের টিম হোটেলের বাহিরে যাওয়া নিষে'ধ!

স্পোর্টস ডেস্ক: থমথমে পরিবেশ, ক্রিকেটারদের টিম হোটেলের বাহিরে যাওয়া নিষে'ধ! কী বিশ্বাস হচ্ছে না? হবে কিভাবে, সবাই তো জানেন বাংলাদেশ দল তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে গেল। এরিমধ্যে দুটি ম্যাচের ফয়সালাও হয়েছে। এখন হুট করে এমন খবর কেন।

হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু এটা সত্য যে, পাকিস্তানে নিরাপত্তার বেড়াজালে এক প্রকার বন্দি দশার মধ্যে দিয়েই দিন পার করছেন তামিম-সৌম্যরা! কঠোর নিরাপত্তা, মন চাইলেই ঘুরতে যাওয়ার উপায় নেই। দুদণ্ড বিশ্রামেরও জো নেই। ম্যাচের আগে কিংবা পরে কোনো হোটেলে খেতে বসবেন? চিন্তাও করা যাবে না।

বিশ্বস্ত সূত্রে জানা গেল, কেবল ক্রিকেটার নয়, বাংলাদেশ দলের সঙ্গে যারা গেছেন পাকিস্তান সফরে, তাদের অবস্থাও এমন। বাংলাদেশি সাংবাদিক, কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, বোর্ড কর্তা কিংবা পরিচালক সবাই এখন এ রকম বন্দি সময় পার করছেন। দলের সঙ্গে মাঠে। এরপর মাঠ থেকে টিম হোটেল। এর বাহিরে কোথায়ও যাওয়ার সুযোগ নেই।

অবাক লাগছে তাই না। অথচ অন্য দেশে বাংলাদেশ দল যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যেত, তখন সময়, সুযোগ পেলেই খেলোয়াড়রা নিজেদের মতো করে শপিং করতেন, কয়েকজন মিলে দর্শনীয় কোনো স্থানে ঘুরতে বের হতেন। আবার কেউ কেউ নামীদামী হোটেলেও যেতেন হরেক রকমের খাবারের স্বাদ নিতে।

আর পাকিস্তান সফরটা তার পুরোই উল্টো। রোববার (২৬ জানুয়ারি) নেই কোনো ম্যাচ। টানা দুই টি২০’র পর কিছুটা বিশ্রাম পেল ক্রিকেটাররা। কিন্তু গোটা একদিন কিভাবে পার করবে তারা। টিম হোটেলে টিভি দেখে, না-কি স্মার্টফোন গেমস খেলে।

পিসিবির আর কী দোষ? এই সিরিজ নিয়ে জল তো কম ঘোলা হয়নি। শুরুতে বাংলাদেশ কিছুতেই রাজি ছিল না। এক পর্যায়ে শুধু টি২০’র জন্য ইয়েস বলে বিসিবি। কিন্তু পাকিস্তান নাছোড়বান্দা। তারা কোনো কিছু না বলে সোজা আইসিসির কাছে নালিশ করল।

শেষমেশ বিসিবি’রই বা কী করার থাকে। হেডস্যার-আইসিসি যখন বললেন যেতে হবে পাকিস্তানে। তখন তো ‘না’ বলার আর অপশন নেই। পাকিস্তান আগে থেকেই বলে রেখেছিল তারা কঠোর নিরাপত্তা দেবে। এখন তো সেটাই হচ্ছে। এ জায়গায় কিন্তু তারা ‘বেদের মেয়ে’ জোসনার মতো ফাঁকি দেয়নি। কথা দিয়ে ঠিকই কথা রেখেছে। নিজেদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিচ্ছে। তবে কোনো কিছু যে অতিরিক্ত হলে তোতো লাগে। এটা বোধ হয় তারা ভাবেনও না। সূত্র: পূর্বপশ্চিম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে