রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১২:০৮:৩৪

সপরিবারে ওমরাহ পালনরত অবস্থায়ই সুখবর পাচ্ছেন তাসকিন!

সপরিবারে ওমরাহ পালনরত অবস্থায়ই সুখবর পাচ্ছেন তাসকিন!

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি পরিবার নিয়ে ওমরাহ পালন করতে যান তাসকিন আহমেদ। এখনো দেশেও ফেরেননি তিনি। যতদূর জানা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরবেন এই টাইগার পেসার। তারই মধ্যে দারুণ সুখবর পেতে যাচ্ছেন তাসকিন।

কয়েক দিনের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের টেস্ট দল। যে দলে তাসকিনের থাকার বিষয়টিও এক প্রকার নিশ্চিত। সূত্রমতে, ১৬ সদস্যের ওই টেস্ট স্কোয়াডে পেসার তাসকিন আহমেদকে রেখেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্য, ‘যেহেতু এক টেস্ট, তাই স্কোয়াড ১৪ বা ১৫ জনের করতে পারি। বেশি একটা পরিবর্তন করব না।’

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি২০ খেলবে টাইগাররা। এই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে