রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:০৬:৫৭

চিকিৎসার অভাবে বাবার মৃ’ত্য, গ্রামে হাসপাতাল নির্মাণ করলেন সাদিও মানে

চিকিৎসার অভাবে বাবার মৃ’ত্য, গ্রামে হাসপাতাল নির্মাণ করলেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার হলেন সাদিও মানে। নিজের এলাকায় ইতোমধ্যেই একটি হাসপাতাল নির্মাণ করেছেন লিভারপুলের সেনেগালিজ তারকা ফরওয়ার্ড সাদিও মানে। এবার জানালেন তার সেই হাসপাতাল নির্মাণের মর্মস্প'র্শী কাহিনী।

মূলত চিকিৎসার অভাবে তার বাবা মা’রা যাওয়ার কারণেই তার চিকিৎসা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া। সাদিও মানে তার বাবার মৃ’ত্যু সম্পর্কে বলেন, ‘মাত্র ৭ বছর বয়সে আমি আমার বাবাকে হা'রিয়েছি। সেদিন আমি গ্রামের মাঠে ফুটবল খেলছিলাম। আমার ভাই এসে জানালো বাবা নাকি মা’রা গেছে।’

‘আমি তখন কথাটা বিশ্বাস করিনি। তার পেটে ব্য'থা হয়েছিল। আমাদের এলাকায় কোন হাসপাতাল না থাকায় বাবাকে অন্য গ্রামে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিলো। কিন্ত সবকিছুই দুঃখজনকভাবে শেষ হয়ে যায়। আমার বাবা আমাদের ছেড়ে চলে যান।’ ঠিক এই কারনেই তিনি তার এলাকায় পুরোপুরি নিজের অর্থায়নে একটি হাসপাতাল নির্মাণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে