রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৫২:২০

মুশফিকের সুরে সুর মেলালেন লোকেশ রাহুল

মুশফিকের সুরে সুর মেলালেন লোকেশ রাহুল

স্পোর্টস ডেস্ক : ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের পরিবর্তে সম্প্রতি উইকেটরক্ষকের কাজ করছেন লোকেশ রাহুল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকা বেশ ভালোভাবেই পালন করছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পেরে বেশ রোমাঞ্চিত রাহুল। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সুরেই কথা বলেছেন তিনি।

বাংলাদেশ দলে দুই ভূমিকায় আছেন মুশফিক। উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজন মেটাচ্ছেন তিনি। এ নিয়ে মুশফিক ২০১৮ সালে বলেছিলেন, 'কিপিং আমাকে অনেক বেশি সাহায্য করে। এমন নয় কিপিং করলে আমি প্রতি ম্যাচেই একশ বা দুইশ করব। কিন্তু কিপিংটা একটা প্রক্রিয়া এবং আমি এই প্রক্রিয়ায় অনেক বেশি বিশ্বাসী। আমার মনে হয় কিপিং করতে দিলে আমার ব্যাটিংয়ে আরও সহযোগিতা হয়।'

এবার মুশফিকের সুরে সুর মিলিয়ে রাহুল বলেন, একজন ব্যাটসম্যান হিসেবে কিপিং করার পর আপনি একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে কোন শট খেললে ভালো হবে এই ধরনের উইকেটে। তাই আমি এই দায়িত্বটা খুবই উপভোগ করছি। এবং আমার ব্যাটিংটাকে বেশ সাহায্য করছে। উইকেটের পেছনে দাঁড়ানোটা আমি উপভোগ করি এবং এটা আমাকে পিচ বুঝতে সাহায্য করে। আর সেই বোঝাটা আমি আমার বোলারদের জানিয়ে দিই সঙ্গে অধিনায়ক ও ফিল্ডারদের জানাই। এটা দায়িত্বের মধ্যে পড়ে। উইকেটের পিছনে সচল থাকা এবং সঠিক বার্তা অধিনায়ক এর কাছে পৌঁছে দেওয়া যাতে খেলাটা আরও ভালো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে