রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫২:১২

লোকেশ রাহুল-শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জয়

লোকেশ রাহুল-শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ২০০ প্লাস রান করার পরও জিততে পারেনি নিউজিল্যান্ড। সফরকারী ভারতের ব্যাটসম্যানদের দা'পটের সামনে ২০৩ রানও পরা'স্ত হয়ে গেলো। দ্বিতীয় ম্যাচে অকল্যান্ডে ১৩২ রান করার পর কোনোভাবেই স্বাগতিক নিউজিল্যান্ডের জয়ের কথা নয়। হলোও সেটাই।

লোকেশ রাহুল এবং শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিলো বিরাট কোহলির দল। ৫০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল, ৩৩ বলে ৪৪ রানে আউট হন শ্রেয়াশ আয়ার। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।

অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান সংগ্রহ করতে পারে। যদিও উদ্বোধনী জুটিতে ৬ ওভারে ৪৮ রান তোলে নিউজিল্যান্ড। প্রথম ওভারে জোড়া ছক্কায় ইনিংস শুরু করেছিল কিউইরা। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হাতে রেখে করলো মাত্র ১৩২ রান। ভারতের বুমরাহ-শামির সঙ্গে রবীন্দ্র জাদেজারা কার্যত বেধে রাখে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের টিম সাউদি ছাড়া তেমন প্রভা'ববি'স্তারকারী প্রমাণিত হননি নিউজিল্যান্ডের আর কোনও বোলারই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে