সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫০:০৪

৫৫ বলে ৬০ নয়, তামিমের কাছে ৮০ রান চান ম্যাকেঞ্জি

৫৫ বলে ৬০ নয়, তামিমের কাছে ৮০ রান চান ম্যাকেঞ্জি

স্পোর্টস ডেস্ক: দলের হারের পরও অধিনায়ক তামিমের পারফরম্যান্স নিয়ে খুশি থাকলেও খুশি হতে পারেননি টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তার মতে তামিমের মতো সিনিয়র খেলোয়াড়ের আরো উন্নতি করার প্রয়োজন আছে।

পাকিস্তানে গিয়েও বিপিএলের ধারাবাহিকতা ধরে রাখলেন তামিম। বিপিএলে সেরা ব্যাটসম্যানদের তালিকাতে থাকলেও যেমন ব্যাটিং এপ্রোচ ছিল সমালোচিত তেমনি পাকিস্তানে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এ দেশসেরা ওপেনারের হলেও আবারো তার স্ট্রাইকরেট নিয়ে চলছে সমালোচনা। এবার তামিমের ব্যাটিং এপ্রোচ নিয়ে কথা বললেন ম্যাকেঞ্জি।

তামিমের ব্যাটিং নিয়ে নীল ম্যাকেঞ্জি তার মতামতে বলেন, ‘আমারও মনে হয় তামিম ধীরে খেলেছে। কিন্তু সে ক’টা ইনজুরি থেকে এসেছে। আরও কিছু সমস্যার মধ্যে ছিল সে। তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সবাই জানে সে কি করতে পারে। আমার কাছে মনে হয়, দুই ম্যাচে রান পাওয়াটাই তার জন্য গুরুত্বপূর্ণ। তামিম এখন আত্মবিশ্বাস পেয়েছে। এখন তাকে ৫৫ বলে ষাটের ঘরের রানটা আশির কোটায় নিয়ে যেতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে