মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০১:১৪:২৬

সিরিজ জিতেও কোনো লাভ হলো না পাকিস্তানের

সিরিজ জিতেও কোনো লাভ হলো না পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : আজ লাহোরে বৃষ্টি নামায় সবচেয়ে বেশি খারাপ লেগেছে পাকিস্তান দলের। বাংলাদেশের যে বাজে পারফর্মেন্স ছিল, তাতে আজকের ম্যচটা স্বাগতিকরা জিততে পারত। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তানের অনেক বড় লাভ হতো। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে তাদের ২-০ ব্যাবধানেই সন্তষ্ট থাকতে হয়েছে। এতে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান আগের মতো থাকলেও রেটিং পয়েন্টে পরিবর্তন আসেনি।

র‍্যাংকিংয়ে নিচে নেমে যাওয়ার শংকা নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের যেকোনো এক ম্যাচে হারলেই র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হয়ে যেত তাদের। পেছনেই তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের ব্যবধানটা ৩-০ হলে রেটিং পয়েন্ট বাড়িয়ে অজিদের থেকে এগিয়ে যেতে পারত পাকিস্তান। কিন্তু সিরিজের ট্রফি নিজেদের করে রাখলেও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কোনো লাভ হয়নি পাকিস্তানের।

সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ২৭০। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পরেও রেটিং রয়ে গেছে ২৭০ই। অর্থাৎ কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে কোনো ম্যাচ না জেতায় ১ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ২২৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ছিল টাইগাররা। এখনও অবস্থান একই আছে। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। তিন নম্বরে ইংল্যান্ড (২৬৫) এবং সমান ২৬২ পয়েন্ট নিয়ে পরবর্তী দুটি স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা আর ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে