মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০২:৩৮:০১

‘ওজন বেড়েছে খাওয়া দাওয়া বন্ধ করো’, সাকিবকে প্রধানমন্ত্রী

‘ওজন বেড়েছে খাওয়া দাওয়া বন্ধ করো’, সাকিবকে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একজন বড় ক্রিকেটভক্ত, তা তিনি কাজের মাধ্যমে বেশ আগেই বুঝিয়ে দিয়েছেন। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত খোঁজ খবর রাখেন তিনি। সময় পেলে খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে।

ধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তৈরি সুস্বাদু খাবার গেছে সাকিব আল হাসানের বাসায়। সাকিব-পত্নী উম্মে আহমেদ শিশির খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে সেই সুঘ্রাণ কিছুটা হলেও ছড়িয়ে দিতে পেরেছেন আপামর নাসার'ন্ধ্রে। কিন্তু আপনি কি জানেন, এত সব সুস্বাদু খাবারে ‘নি'ষেধা'জ্ঞা’ আছে সাকিবের জন্যই!

‘নি'ষেধা'জ্ঞা’টা একরকম প্রধানমন্ত্রীর তরফ থেকেই। না, প্রধানমন্ত্রী সাকিবকে মজার মজার খাবার খেতে সরাসরি নিষে'ধ করেননি। তবে এক বছরের জন্য আইসিসির নি’ষেধাজ্ঞা'র মধ্যে থাকা সাকিবের জন্য প্রধানমন্ত্রীর যে পরামর্শ, সেটি মানলে খাবারদাবারের ক্ষেত্রে এখন থেকে তাঁকে একটু সংযত হতেই হবে। প্রধানমন্ত্রী সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন তো বেড়ে গেছে! খাওয়াদাওয়া বন্ধ করো।’

শিশির বলেন, ‘সাকিবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওজন এত বাড়িয়েছ কেন? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ করো। ফিটনেস ঠিক রাখো।’ খেলার বাহিরে থাকায় সাকিব এখনই খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ আনতে চাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে নাকি হাসতে হাসতে তিনি সেটি বলছেনও। শিশির বলেন, ‘ও (সাকিব) তখন বলেছে, আর মাত্র কয়েকটা দিন একটু খাব। এরপর ফিটনেস শুরু। আর খাব না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে