মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:০৮:০২

হারিস রউফকে নিয়ে ডেভিড হাসির অসাধারণ ভবিষ্যদ্বাণী

হারিস রউফকে নিয়ে ডেভিড হাসির অসাধারণ ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হাসি মনে করেন, পাকিস্তানের তরুণ পেস সেনসেশন হারিস রউফের ক্যারিয়ার দীর্ঘ হবে। সে আন্তর্জাতিক ১০০ টেস্ট, ৪০০ টি-টোয়েন্টি এবং ১৫০ ওয়ানডে খেলবে। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের কোচের দায়িত্ব পালন করছেন হাসি। সেই দলের হয়ে খেলছেন রউফ।

তাই খুব কাছ থেকে তাকে দেখেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই শিষ্যকে নিয়ে অসাধারণ ভবিষ্যদ্বাণী করেছেন গুরু। বিগ ব্যাশে আলো ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রউফ। সাত ম্যাচে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় রয়েছেন তিনি। যৌথভাবে অবস্থান করছেন পঞ্চম স্থানে।

লিগে মাঝপথে বিরতি নিয়েছিলেন রউফ। জাতীয় দল পাকিস্তানের ডাকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেশে এসেছিলেন তিনি। এখানেও দ্যুতি ছড়ান ২৬ বছর বয়সী পেসার। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্য'ক্ত হওয়ায় ২-০ ব্যবধানে দলকে সিরিজ জিততে ভূমিকা রাখেন তিনি। টাইগারদের বিপক্ষে সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন রউফ। 

যোগ দিয়েছেন দলের সঙ্গে। তার উদ্যম ও স্পৃহা দেখে বিস্মিত হয়েছেন হাসি। তিনি বলেন, রউফ যাই করুক না কেন, আমি আশা করি, সে পাকিস্তানের হয়ে ১০০ টেস্ট, ৪০০ টি-টোয়েন্টি এবং ১৫০ আন্তর্জাতিক ওয়ানডে খেলবে। ও আমাদের দলে গতি এনেছে। তরুণ পেসার প্রতিটি ম্যাচ খেলার চেষ্টা করে। সে খুবই ফিট খেলোয়াড়। তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে