বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৪৩:১৪

আফ্রিকার বিপক্ষে একাদশে ট্রাম্প কার্ড এখন সাকিব!

আফ্রিকার বিপক্ষে একাদশে ট্রাম্প কার্ড এখন সাকিব!

স্পোর্টস ডেস্ক :  আফ্রিকার বিপক্ষে একাদশে ট্রাম্প কার্ড এখন সাকিব! ক্রিকেটে একটা কথা বলা হয়- নিজ দেশে সবাই বাঘ। নিজভূমে শক্তিমত্তা বেড়ে যাওয়ার এমন তত্ত্ব না থাকলেও মেনে নিতেই হত, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলটি যথেষ্ট ভালো। চলমান যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে পা হড়কালেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার সামর্থ্য বেশ ভালোভাবে আছে দলটির।

কোয়ার্টার ফাইনালে সেই স্বাগতিক দলই বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ। স্বাগতিক দলকে মোকাবেলা করা চাট্টিখানি কথা নয়। তার উপর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে যদি চোটের কারণে হারাতে হয়!

পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চো'টে পড়ে দেশেই ফিরে এসেছেন। চোটগ্রস্ত অফ স্পিনিং অলরাউন্ডার শামিম হোসেনও। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইঞ্জুরিকে ‘বাড়তি চাপ’ হিসেবে দেখতে নারাজ আরেক পেসার তানজিম হাসান সাকিব। তবে সাকিবের কথাতেই স্পষ্ট, চো'ট কিছুটা হলেও ভাবনায় ফেলেছে দলকে।

সাকিব বলেন, ‘ঠিক বাড়তি চাপ না। এটাকে দল হিসেবে আমাদের ভালোভাবে সামলাতে হবে। আমাদের দলের সবাই এ জন্য তৈরি আছে। আমরা জানি, মৃত্যুঞ্জয়ের মতো একজন অলরাউন্ডারের অভাব সামাল দেওয়া সহজ ব্যাপার না। সে দেশে চলে গেছে। আবার শামীম সেদিন অনুশীলনে অ্যাংকেলে চোট পেয়েছে। দল হিসেবে এগুলো আমাদের সামলাতে হবে। কারণ, ইনজুরির ব্যাপারে তো আমাদের কিছু করার নেই।’

‘মৃত্যুঞ্জয় প্রথম চেঞ্জে বল করতে আসে। ও দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। পেস বদল করে বল করতে পারে। ও খুব কার্যকরী ছিল। ফলে ওর ঘাটতি পূরণ করাটা কঠিন ব্যাপার। তারপরও আমাদের এটা করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার যুবাদের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ জানুয়ারি। এই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য বেশ কিছুটা সময় পেয়েছে দল। দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করার জন্য প্রস্তুতিতে তাই কোনো কমতি থাকছে না, জানান সাকিব।

তিনি বলেন, ‘আমরা ম্যাচে যে ধরনের পরিস্থিতিতে পড়তে পারি, সেই ধরনের বল করার চেষ্টা করি নেটে। নেটে যাতে ম্যাচে কাজে লাগে, সেটা নিশ্চিত করতে চাই। এ হিসেবে বলতে পারি, ম্যাচের জন্য আমরা যথেষ্ঠ প্রস্তুত। আমাদের স্যাররা সবসময়ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দুর্বলতা-শক্তি আমাদের দেখিয়ে দেন।

সব কোচই এটা নিয়ে কাজ করেন। ওদের কোন দিকটা দুর্বল, কোথায় আমাদের বল করা উচিত, এগুলো নিয়ে আমরা কাজ করছি। নেটে সবাই ভালো বল করছে, ভালো ব্যাটিং করছে। সবাই খুব ভালো অবস্থায় আছে। আশা করি, ম্যাচে সবাই শতভাগ দেবে। আর সেটা দিতে পারলে আমরা জয় নিয়ে আশাবাদী।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে