বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:১২:০২

দেশে ফিরতেই ঢাকায় বিশ্ব চ্যাম্পিয়নদের জাঁকজমক অভ্যর্থনা

দেশে ফিরতেই ঢাকায় বিশ্ব চ্যাম্পিয়নদের জাঁকজমক অভ্যর্থনা

স্পোর্টস ডেস্ক : বিকাল ৫টার সময় দেশে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নরা। তারা ৫ টার সময় ঢাকার হযরত শাহজালাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লাল-সুবজের প্রতিনিধিরা।

ক্ষুদে টাইগারদের দেশে ফেরা উপলক্ষে ঢাকার শাহজালাল বিমানবন্দরে চলছে বিশ্ব চ্যাম্পিয়নদের জাঁকজমক অভ্যর্থনা। এদিকে, আজ বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আকবর আলীরা। যুবা টাইগারদের বহনকারী বিমানটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেওয়া হয়। 

টার্মিনালের সামনে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দিয়ে বিমানের দুদিক থেকে পানি ছিটানোর মাধ্যমে টাইগারদের বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে বিমান থেকে নামার পর লাল-সবুজের প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেবেন বিসিবি সভাপতি ও পরিচালকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে