রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৪৩:৩৮

আড়াই বছর পর দলে ডাক পেয়ে খুশিতে যা বললেন তাসকিন আহমেদ

আড়াই বছর পর দলে ডাক পেয়ে খুশিতে যা বললেন তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ চারজন। আজ রোববার দুপুরে দল ঘোষণা করে বোর্ড। এ ছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও পেসার হাসান মাহমুদ।

পাকিস্তান সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমিন হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন। স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। বিসিএলে দুর্দান্ত পারফর্ম করে প্রায় আড়াই বছর পর দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ।

২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে শেষবার খেলেছিলেন এই ডানহাতি পেসার। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরার খবর পেয়ে তাসকিন বলেন, ''খুব ভালো লাগছে, দোয়া করবেন। খুব শান্তির বিষয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। বাংলাদেশ দলে সুযোগ পাওয়াটাই বড় লক্ষ্য, পেয়েছি এখন যাতে ধরে রাখতে পারি এই চেষ্টা থাকবে।''

বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে