রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:০৮:৩৯

মাহমুদউল্লাহর বাদ পড়ার ব্যাখ্যায় দিলেন প্রধান নির্বাচক নান্নু

মাহমুদউল্লাহর বাদ পড়ার ব্যাখ্যায় দিলেন প্রধান নির্বাচক নান্নু

স্পোর্টস ডেস্ক : ছয় পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেই সবশেষ পাকিস্তান সফরের দল থেকে বাদ দেয়া চার ক্রিকেটার। সেই চার ক্রিটেকারের অন্যতম পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্যারিয়ারের ঠিক পঞ্চাশ নম্বর টেস্ট ম্যাচের আগে এসে মাহমুদউল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়লেন। এমন দল ঘোষণায় বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা অ'বা'ক হতেই পারেন। দলের নিয়মিত ক্রিকেটার মাহমুদউল্লাহর বাদ পড়াতে বি'স্মি'ত হয়েছেন কেউ কেউ।

তাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, 'মাহমুদউল্লাহর সাম্প্রতিক পারফর্ম্যান্স এবং খেলার ধরণ দেখে আমাদের কাছে মনে হয়েছে, লালবলের খেলা থেকে মাহমুদউল্লাহ রিয়াদের এখন বিশ্রামের প্রয়োজন। আর তাই আমরা তাকে এই ব্রেক দিয়েছি।'

পাক টেস্টের ফলাফল ও বর্তমান পরিস্থিতিভিত্তিতে জিম্বাবুয়ে সিরিজের জন্য সেরা টেস্ট দল গঠন করেছেন বলে মন্তব্য করেন নান্নু। ফর্ম না থাকায় মাহমুদউল্লাহকে বাদ দেয়া হলেও তিনি দলের অভিজ্ঞ খেলোয়াড়। এমন প্রশ্নে নান্নু বলেন, 'দলটিকে অভিজ্ঞ এবং সম্ভাবনাময় খেলোয়াড়ের বেশ ভালো একটা কম্বিনেশন ঘটনানো হয়েছে। মাহমুদউল্লাহ না খেললেও অভিজ্ঞ তামিম, মোমিনুল আছেন। এবার মুশফিকও যোগ হয়েছেন।'

তিনি বলেন, 'বলতে গেলে টিম কম্বিনেশনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে দুভার্গ্যজনকভাবে বেশ কয়েকজন বাদ পড়েছে।' তবে বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের বেলায় কাজ করছে না জানান নান্নু। তিনি বলেন, 'টেস্টে মাহমুদউল্লাহর সাম্প্রতিক পারফর্মেন্স বলছে তার বিশ্রামের প্রয়োজন ছিল।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে